আলোর গতি আবিষ্কার

 পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সূর্য পৃথিবীকে আলো দিচ্ছে। এখন যদি সূর্য কে একটি বাল্বের মতো সুইচ টিপে বন্ধ করা হয় বা সূর্য হারিয়ে যায়  তাহলে পৃথিবীর সেটা জানতে ৮ মিনিট সময় লাগবে। অর্থাৎ, সূর্য হারিয়ে গেলেও পৃথিবী ৮ ধরে আলোকিত থাকবে। কিন্তু কেন? আমরা দেখি বাতি অন করলে সাথে সাথে  অন্ধকার আলোকিত হয়ে যায় আর অফ করলে ও সাথে সাথে  চারপাশ অন্ধকার হয়ে যায়। তাহলে সূর্যের বেলায় ৮ মিনিট  দেরি কেন? এই প্রশ্নের উত্তর পাওয়া গেল ১৬৭৬ সালে। জটিল হিসাব নিকাশ করব না শুধু গল্পটা বলার চেষ্টা করব ।                 মহাবিশ্বের সবকিছু নিয়ম মেনে চলে। সবসময় ২৪ঘন্টায় ১ দিন হয়।কখনো ২২ ঘন্টা বা ২৬ ঘন্টায় হয়নি। নিউটন সাহেব প্রকৃতির এসব নিয়ম অবলোকন করে কিছু সূত্র দিলেন। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ