Electromagnetic pulse (EMP)

  পরমাণু অস্ত্রের চেয়েও গণবিধ্বংসী আরও ভয়ংকর অস্ত্র তৈরির নেশায় মেতেছে বিশ্ব | নতুন এ ভয়াবহ অস্ত্রের নাম Electromagnetic Pulse (EMP) বা বৈদ্যুতিন চুম্বকীয় নাড়ি বা বজ্রপাত অস্ত্র |                                                                  সামরিক পরাশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং এশিয়ার উদীয়মান শক্তি চীন ও ভারত EMP তৈরিতে সক্ষম হয়েছে | যুক্তরাজ্য ও এটা তৈরির একদম প্রথম দিকে রয়েছে | এছাড়াও ইরান ও উত্তর কোরিয়ার কাছে এ অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয় | ২০১২ সালে যুক্তরাষ্ট্র প্রথম বারের মতো সফল EMP'র পরীক্ষা চালিয়েছে | ইতিমধ্যে রাশিয়াও এ অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে এবং চীনও এ অস্ত্র তৈরিতে বেশ আগেই  গবেষণা শুরু করেছে |               EMP :  ইলেকট্রন ও চুম্বকীয় শক্তির বিস্ফোরণ ঘটিয়ে আলোকরশ্মির আঘাত ই হলো EMP |এটা অনেকটা লেজার রশ্মি বা বজ্রপাতের মতো | একই সময় লাখ লাখ বজ্রপাত হলে যে আলোকরশ্মি সৃষ্টি হয়, একটি  EMP'র একটি আঘাত তার থেকে বেশি রশ্মি সৃষ্টি করতে পারে| EMP রশ্মি ছুড়তে মিসাইল ব্যবহার করা হয় | EMP রশ্মি সরল পথে ও বাকাপথে দুই ভাবে চলতে পারে | EMP রশ্মি বায়ুমন্ডলকে বিরাট ঝাঁকুনি দিতে দিতে ভূপাতিত হবে | চারপাশে উত্তপ্ত করে ৬০ মাইল উঁচু থেকে ১ দশমিক ৫ মিলিয়ন বর্গ মাইল এলাকা ধ্বংস করে দিতে পারবে | বৈদ্যুতিক তারের মাধ্যমেও EMP হামলা সম্ভব |

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ