সবচেয়ে হালকা গ্রহের সন্ধান
জ্যোতিবিজ্ঞানীরা ব্যাপক ফাঁপা একটি গ্রহের সন্ধান পেয়েছেন ,যার আকৃতি বৃহস্পতির চেয়ে বড় কিন্তু ১০ গুণ বেশি হালকা | ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটারে মাত্র দশমিক ১৩ গ্রাম | ডাব্লিউএএসপি-১০৭ নামে পরিচিত এ গ্রহটির ডাকনাম রাখা হয়েছে সুপার পাফ বা কটন ক্যান্ডি | বিজ্ঞানীদের জানামতে এটাই এ পযর্ন্ত হালকা গ্রহ| কক্ষপথে ঘুরতে গ্রহটি সময় নেয় মাত্র ৫ দশমিক ৭ দিন |
মন্তব্যসমূহ