সবচেয়ে হালকা গ্রহের সন্ধান

 জ্যোতিবিজ্ঞানীরা ব্যাপক ফাঁপা একটি গ্রহের সন্ধান পেয়েছেন ,যার আকৃতি বৃহস্পতির চেয়ে বড় কিন্তু ১০ গুণ বেশি হালকা | ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটারে মাত্র  দশমিক ১৩ গ্রাম |  ডাব্লিউএএসপি-১০৭ নামে পরিচিত এ গ্রহটির ডাকনাম রাখা হয়েছে সুপার পাফ বা কটন ক্যান্ডি | বিজ্ঞানীদের জানামতে এটাই এ পযর্ন্ত হালকা গ্রহ| কক্ষপথে ঘুরতে গ্রহটি সময় নেয় মাত্র ৫ দশমিক ৭ দিন |

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

উট একটি বিস্ময়কর প্রাণী। এর নিজস্ব কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। *উট ৫৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত টিকে থাকতে পারে। *উট একসাথে ১৩০ লিটার পানি পান করতে পারে। * উটের শারিরীক গঠন এমন যে সে প্রচুরপরিমানে পানি তার শরীরের মধ্যে রিজার্ভ রাখতে পারে।তাই উট একবার পানি খেয়ে অনেকদিন পানি পান না করলেও চলে।*উট ১৫০-২০০ কেজি ভার বহন করে অনায়াসে। উট অনেকে শক্তিশালী হওয়া সত্ত্বেও মানুষের অনুগত। উট যদি হিংস্র হত তবে মরুভূমিতে মানব বসতি স্থাপন অত্যন্ত কষ্টকর হতো।