জোরে ঘুরছে পৃথিবী
ইসলাম ধর্ম মতে কেয়ামতের একটি লক্ষণ সময়ের বরকত কমে যাবে | একটি বছর মনে হবে মাসের মতো , মাস মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহ মনে হবে দিনের মতো ,দিন মনে হবে ঘন্টার মতো | বৈজ্ঞানিক গবেষণায় এবার তারই একটি প্রমাণ মিললো | বিগত ৫০ বছরের তুলনায় পৃথিবী নির্দিষ্ট সময়ের চেয়ে দ্রুত গতিতে চলছে | সাধারণত পৃথিবী ২৪ ঘন্টায় তার অক্ষের ওপর একবার পাক খায়| কিন্তু বর্তমানে পৃথিবী ২৪ ঘন্টার আগেই তার নিজের অক্ষের ওপর ঘোরা সম্পন্ন করে ফেলছে | ব্রিটিশ ওয়েবসাইট ডেইলি মেইলে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, পৃথিবী আগে ২৪ ঘন্টার বেশি সময় নিয়ে নিজ অক্ষের ওপর একবার ঘূর্ণন শেষ করত| ২০২০ সালের জুন থেকে ২৪ ঘন্টার কম সময়ে পৃথিবী ঘূর্ণন শেষ করছে | এ মুহুর্তে , পৃথিবী ২৪ ঘন্টার মধ্যে দশমিক ৫ মিলি সেকেন্ডর কম সময় নিয়ে ঘুরছে | ১৯ জুলাই ২০২০ দিনটি ২৪ ঘন্টার থেকে ১ দশমিক ৪৬০২ সেকেন্ড কম ছিল | তাই একারণে পৃৃৃথিবীর সমস্ত দেশের সময় বদলে যাচ্ছে |
মন্তব্যসমূহ