সবচেয়ে দ্রুত গতির ট্রেন চীনে
বিশ্বে দ্রুত গতির ট্রেন প্রযুক্তিতে অন্যসব উন্নত দেশকেও কয়েক ধাপ পিছনে ফেলে দিয়েছে চীন | চীন এবার এমন একটি উন্নত প্রযুক্তির ট্রেনের পরীক্ষা চালিয়েছে যেটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২০ কিলোমিটার | সম্প্রতি তারা 'ম্যাগলেভ' প্রযুক্তি নির্ভর প্রোটোটাইপ ট্রেনের পরীক্ষা চালিয়েছে | এ প্রযুক্তিতে ট্রেনকে তড়িৎ চুম্বকীয় শক্তির মাধ্যমে প্রায় ভাসমান অবস্থায় এগিয়ে নিয়ে যাওয়া হয়| তাই লাইনের সাথে ট্রেনের ঘর্ষণ হয় না | ট্রেনটি তৈরি করেছে দ্য সাউথ ওয়েস্ট জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা | এই ট্রেনে কোন চাকা নেই | ট্রেনটি তড়িৎ চুম্বকীয় বলে রেললাইনের উপর ভাসমান অবস্থায় থাকে | আগামী ৩-১০ বছরের মধ্যে এটি মানুষের ব্যবহারের জন্য চুড়ান্ত ছাড়পত্র পাবে |
মন্তব্যসমূহ