পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এসিড
এসিডের নামঃ ফ্লোরো এন্টিমনিক এসিড| ph মানঃ–31. 3, Formula: SbHF6 . এটা আমাদের চেনাজানা সালফিউরিক এসিডের তুলনায় ১০ কোয়াড্রিলিয়ন গুণ শক্তিশালী(এই সংখ্যাটা নিয়ে একটু মতভেদ আছে) । এই এসিড এতটাই শক্তিশালী যে এটা নিয়ে বিজ্ঞানীরা তেমন কোনো গবেষণাই করতে পারেনি| কারণ এই এসিড কাঁচকে হাওয়াই মিঠার মতো গলিয়ে ফেলে, তাই এটা কে কোন রাসায়নিক ইকুইপমেন্টের মধ্যে গবেষণার জন্য নেওয়া যায় না| শুধুমাত্র 'টেফলন' নামক রাসায়নিক পদার্থের তৈরি পাত্রে এই এসিড রাখা যায় | কারণ টেফলনের আছে এখন পর্যন্ত জানা সবচেয়ে শক্তিশালী রাসায়নিক বন্ধন | এই ফ্লোরো এন্টিমনিক এসিড এ হাইড্রোজেন ছাড়াও আরও আছে ফ্লোরিন ও এন্টিমনির মতো বিক্রিয়ক পদার্থ, তাই এই এসিড সামনে যা পায় তা জ্বালিয়ে বা গলিয়ে দেয় - শুধুমাত্র টেফলন ছাড়া |
মন্তব্যসমূহ