পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এসিড

 এসিডের নামঃ ফ্লোরো এন্টিমনিক এসিড|  ph মানঃ–31. 3, Formula: SbHF6      .  এটা আমাদের চেনাজানা সালফিউরিক এসিডের তুলনায় ১০ কোয়াড্রিলিয়ন গুণ শক্তিশালী(এই সংখ্যাটা নিয়ে একটু মতভেদ আছে) । এই এসিড এতটাই শক্তিশালী যে এটা নিয়ে বিজ্ঞানীরা তেমন কোনো গবেষণাই করতে পারেনি|  কারণ এই এসিড কাঁচকে হাওয়াই মিঠার মতো গলিয়ে ফেলে, তাই এটা কে কোন রাসায়নিক ইকুইপমেন্টের মধ্যে গবেষণার জন্য নেওয়া যায় না| শুধুমাত্র 'টেফলন' নামক রাসায়নিক পদার্থের তৈরি পাত্রে এই এসিড রাখা যায় | কারণ টেফলনের আছে এখন পর্যন্ত জানা সবচেয়ে শক্তিশালী রাসায়নিক বন্ধন |  এই ফ্লোরো এন্টিমনিক এসিড এ হাইড্রোজেন ছাড়াও আরও আছে ফ্লোরিন ও এন্টিমনির মতো বিক্রিয়ক পদার্থ, তাই এই এসিড সামনে যা পায় তা জ্বালিয়ে বা গলিয়ে দেয় - শুধুমাত্র টেফলন ছাড়া |

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

উট একটি বিস্ময়কর প্রাণী। এর নিজস্ব কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। *উট ৫৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত টিকে থাকতে পারে। *উট একসাথে ১৩০ লিটার পানি পান করতে পারে। * উটের শারিরীক গঠন এমন যে সে প্রচুরপরিমানে পানি তার শরীরের মধ্যে রিজার্ভ রাখতে পারে।তাই উট একবার পানি খেয়ে অনেকদিন পানি পান না করলেও চলে।*উট ১৫০-২০০ কেজি ভার বহন করে অনায়াসে। উট অনেকে শক্তিশালী হওয়া সত্ত্বেও মানুষের অনুগত। উট যদি হিংস্র হত তবে মরুভূমিতে মানব বসতি স্থাপন অত্যন্ত কষ্টকর হতো।