পৃথিবীর সবচেয়ে ছোট নদী ও বড় নদী।
পৃথিবীর সবচেয়ে ছোট নদী হচ্ছে রো নদী। রো নদীর দৈর্ঘ্য ২০১ ফুট। আগে ডি নদীকে পৃথিবীর সবচেয়ে ছোট নদী বলা হতো। ডি নদীর দৈর্ঘ্য হচ্ছে ৪০০ ফুট। রো নদী যুক্তরাষ্ট্রে অবস্থিত।
পৃথিবীর সবচেয়ে বড় নদী নীলনদ । নীলনদের মোট দৈর্ঘ্য ৬৬৫০ কিলোমিটার । দশটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে নীলনদ ভূ-মধ্য সাগরে পতিত হয়েছে
মন্তব্যসমূহ