জালালউদ্দিন মিংবার্নু ছিলেন প্রথম ব্যাক্তি যার কাছে চেঙ্গিস খান প্রথম বারের মতো যুদ্ধে হেরেছিল। মঙ্গলরা ছিল খুবই বর্বর জাতি। চেঙ্গিস খান সমস্ত মঙ্গল জাতিকে একত্র করে বিশ্ব জয়ে বের হয়। তারা যে শহর জয় করত সেখানকার মানুষকে অবাধে মেরে ফেলত। চেঙ্গিস খানের ২১ বছরের শাসনামলে মঙ্গলরা প্রায় ৫ কোটি মানুষ মেরেছে। শহর জয় করতে করতে চেঙ্গিস খান খাওয়ারিজমের রাজধানী উরগন্ঞে চলে আসে। সেখানকার সুলতানের প্রচুর সৈন্য ছিল। সুলতান সৈন্য দের যুদ্ধে পাঠিয়ে নিজে পালিয়ে যায়। তাই নেতৃত্বের অভাবে সুলতানের পরাজয় প্রায় অনিবার্য হয়ে গেল। সুলতান তখন নিজের ভুল বুঝতে পারে এবং তার ছেলে জালালউদ্দিন খাওয়ারিজমকে নিজের স্থলাভিষিক্ত করেন যাকে ইতিহাস জালালউদ্দিন মিংবার্নু নামে চিনে। তার অসাধারণ নেতৃত্ব চেঙ্গিস খানকে হারিয়ে দেয়।
< ডিভ স্টাইল = "পাঠ্য-সারিবদ্ধ: বাম;" > & nbsp; গ
মন্তব্যসমূহ